ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফের স্থগিত বাঘাইছড়ি উপজেলা নির্বাচন

ফের স্থগিত বাঘাইছড়ি উপজেলা নির্বাচন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বৈরী আবহাওয়া ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে ডাকা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের নির্বাচন আবারো স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। ৮ জুন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর পাঠানো পত্রে জানানো হয়, বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন। রাঙামাটির সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এদিকে, নির্বাচন স্থগিত হওয়ার খবরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে এবং নির্বাচনি এজেন্টদের হুমকির প্রতিবাদে শনিবার বাঘাইছড়িতে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন অবরোধকারীরা। গত ২৯ মে ঘূর্ণিঝড় রেমালের কারণে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ঘোষিত ৯ জুন নির্বাচনের তারিখও স্থগিত করা হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত