ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাঙালি সংস্কৃতি ধারণ করেই এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

বাঙালি সংস্কৃতি ধারণ করেই এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারন করেই সবাইকে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় একটা কথা বলেন এবং ধারণ করেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই বাংলায় যেমন নবাব সিরাজ উদ দৌলা ছিলেন, তেমনি মীর জাফরও ছিলো। বাংলাদেশের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনার, তেমনি ধর্মীয় উৎসবকেও সকল ধর্মের মানুষের সাথে মিলে মিশে উদযাপন করেন। গতকাল দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে শিব পার্বতী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যেভাবে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে চলেছি, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা সবাই মিলে ২০৪১ সালের উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত