ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পরিবার পরিকল্পনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পরিবার পরিকল্পনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ধর্মীয় প্রতিনিধি, মসজিদ কমিটি, স্টোক হোল্ডারদের সমন্বয়ে দীর্ঘমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার বড়োভিটা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে ও কিশোরগঞ্জ মেডিকেল অফিসার ডা. মো. নুর আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক মো. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সিসি) ডা. রোকসানা বেগম, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মো. সোলায়মান আলী, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. আল মামুন, বড়ভিটা ইউপি চেয়ারম্যান বজলার রহমান। কর্মশালায় প্রধান অতিথি মোজাম্মেল হক বলেন ‘ছেলে হোক, মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। জনসংখ্যা যেভাবে বাড়তে শুরু করেছে তা রোধ করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। জনগণ সচেতন হলে জনসংখ্যা রোধ করা সম্ভব হবে। আর জনসচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের গুরুত্ব অপরিসীম। এজন্য পরিকল্পিত পরিবার গঠনে ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে।’ কর্মশালায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত