নাটোরে পঞ্চম পর্যায়ে ঘর পাচ্ছে ৩৯৫টি পরিবার

প্রকাশ : ১১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

পঞ্চম পর্যায়ে নাটোর সদরে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও আশ্রয়ণ প্রকল্পের ৩৯৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন ঘর।

গত রোববার বিকালে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজি রফিক আহম্মদ বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি সান্টু, বিটিভির জেলা সংবাদদাতা জালালউদ্দিনসহ জেলায় কর্মরত গণ্যমাধ্যম কর্মীরা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, নাটোর সদর উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ধাপে মোট ১১৩৯টি গৃহ নির্মিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১১ জুন নাটোর সদর উপজেলায় ৫ম পর্যায়ে ২য় ধাপে নির্মিত ব্যারাকে ১৯২ আশ্রয়ণ প্রকল্পে ১৫০টি ঘর উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে ১ লাখ ৭৫ হাজার প্রতিটি ঘড় নির্মাণ ব্যয় ধরা হয়েছিল, বর্তমানে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা করে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন প্রকল্প ‘আশ্রয়ণ-২’-এর আওতায় পঞ্চম ধাপে আরো ১৫০ গৃহহীন ও ভূমিহীন ঘর পাচ্ছেন।