ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মহাসড়কের পাশে জমজমাট ফলের বাজার

মহাসড়কের পাশে জমজমাট ফলের বাজার

হবিগঞ্জের মাধবপুরে মহাসড়কের পাশে জমজমাট ফলের দোকান গড়ে উঠেছে। মহাসড়ক ঘেঁষে ফলের বাজার গড়ে উঠায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পথচারী ও যাত্রী সাধারণ রাস্তা পারাপার ও চলাচল করছে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ছেড়ে আসা দূরপাল্লার যানবাহন জ্যামে আটকে পড়ে গাড়ির গতি কমে যায়। মাধবপুরের যানজট জাতীয়ভাবে একটি অন্যতম সমস্যা। এর প্রধান কারণ হচ্ছে- মহাসড়কের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। গত ৪ মাস আগে মাধবপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে সড়কের জায়গা থেকে অবৈধ দোকানপাট সরিয়ে ফেলা হয়েছিল। সড়কের জায়গায় দোকানপাট বসানোর কারণে পথচারিরা নিরাপদে চলাচল করতে পারছে না। রাস্তার মধ্যে শত শত মানুষের ভিড় থাকায় বাজারে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। সড়কের জায়গায় বাজার বসানোর বিষয়ে মাধবপুর পৌরসভা কর্তৃপক্ষ অবগত নয়। তাদের না জানিয়ে অবৈধভাবে স্থানীয় কিছু প্রভাবশালী লোক এ কাজটি করে যাচ্ছে। মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক বলেন, বিভিন্ন পূণ্যসামগ্রী বিক্রির জন্য বাজারের ভেতরে নির্দিষ্ট জায়গা রয়েছে। কিন্তু সড়কের ওপর বাজার খুলে বসার বিষয়ে পৌরসভা অবগত নয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, সড়কের পাশে দোকান থাকার কারণে মহাসড়কে যানবাহন চলাচলে অনেক সমস্যা হয়। সম্বনিত উদ্যোগে সরানো প্রয়াজন। সড়ক ও জনপথের সেকশন অফিসার সাদ্দাম হোসেন বলেন, সড়কের জায়গায় যারা দোকান খুলে জনদুর্ভোগ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত