ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরে বাঘ সংরক্ষণ গণসচেতনতা সেমিনার

শ্যামনগরে বাঘ সংরক্ষণ গণসচেতনতা সেমিনার

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা ড. আবু নাসের মো. মহসীন বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে প্রতিটি নাগরিককে। তিনি বলেন, সিপিজি সদস্যরা বিভিন্নভাবে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করে অনেক অপরাধীকে আটক করতে সাহায্য করেছে। তথ্য দিয়ে অপরাধীকে ধরিয়ে দিতে পারলে বন বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। গতকাল সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাঘ সংরক্ষণ গণসচেতনতা সেমিনারে বিভাগীয় বন বর্ককর্তা ড. আবু নাসের মো. মহসীন এ কথা বলেন। সিপিজি সুন্দরবন পশ্চিম বন বিভাগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, সুন্দরবন পশ্চিম বিভাগের সহকারী বন সংরক্ষক এমকেএম ইকবাল হোছাইন চৌধুরী, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত