পশ্চিম সুন্দরবনের চালকি খালে অভিযান চালিয়ে বন বিভাগ ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে। জানা গেছে, শাকবাড়িয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা গত সোমবার রাত ৩টার সময় চালকি খাল থেকে এসব হরিণের মাংস উদ্ধার করে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকরিরা গহীন বনে পালিয়ে যায়। এ সময় একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, ফরেস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হরিণের মাংস উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ৪নং কয়রা, ৫নং কয়রা, ৬নং কয়রা, জোড়শিং, পাতাখালি, তেতুলতলাচর, আংটিহারা, গড়ুইখালি এলাকার চোরা শিকারীচক্র সুন্দরবনে নির্বিচারে হরিণ শিকার করে মাংস বিক্রি করে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে। এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান।