ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা

ফরিদপুরের মধুখালীতে খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু উত্তোলন করায় ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পৌর সদরের চন্দনা নদী সংলগ্ন জোবায়ের সুজ ফ্যাক্টরিতে খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু ও মাটি কাটার কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানার এসআই অজয় কুমার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দনা নদী, খাস ও ব্যক্তি মালিকানাধীন জমি থেকে অবৈধ্যভাবে মাটি ও বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা অনুযায়ী বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জোবায়ের সুজ ফ্যাক্টারিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, নদী ও খাস জমি থেকে মাটি ও বালু উত্তোলন করে জোবায়ের সুজ ফ্যাক্টরির অভ্যন্তরীণ মাঠ ভরাট করে যে কারণে ব্যক্তি মালিকানা জমি ধসে পুকুরে রূপান্তর হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত