কুমিল্লার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গৌরীপুর-হোমনা সড়কের যানজটমুক্ত রাখা, সম্ভব হলে পশুর অস্থায়ী হাটে সিসি ক্যামেরা স্থাপন, ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার, স্থানীয় এনজিও কার্যক্রম নজরদারীসহ বিভিন্ন বিদ্যালয়ে প্রবেশমুখে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এফএম ইউসুফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সামছুল হক সরকার, মো. নূরনবী, হাজী আলী আশরাফ, আরিফুজ্জামান খোকা, জাহাঙ্গীর আলম সরকারসহ আব্দুর রব মিয়া, অধ্যক্ষ আব্দুল বাতেন, অধ্যক্ষ মো. নুরুল আমিন, আলী গোফরান খান, খাদিজা আক্তার, নাজমুল করিম ফারুক, হাছিনা আক্তার প্রমুখ।