ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া ট্রেনের নিচে কাটা পড়েন সুমাইয়া আক্তার শিমু নামে এক স্কুলছাত্রী। গতকাল বেলা সাড়ে ১১টা নাগাদ গফরগাঁও উপজেলার হাতিখলা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিমু মশাখালী ইউনিয়নের মুখি গ্রামের মৃত আব্দুল হান্নানের মেয়ে। সে স্থানীয় মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্কুলছাত্রী সুমাইয়া আক্তার শিমু বাসুটিয়া গ্রামে তার নানা আব্দুল মজিদ মাস্টারের বাড়ি বেড়াতে আসছিলেন। নানাবাড়ি আসার পথে বেলা সাড়ে ১১টা নাগাদ ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মুখী পল্লী সেবক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, সুমাইয়া আক্তার শিমু তার নানাবাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছিল। কিন্তু পথেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি খুবই কষ্টদায়ক। গফরগাঁও রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।