ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুর শিক্ষা বোর্ড

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল ১৬০ পরীক্ষার্থী

পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেল ১৬০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন আর অকৃতকার্য ৪৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত মঙ্গলবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফল পরিবর্তন হয়েছে মোট ৯১৭ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৬০ জন শিক্ষার্থী। ফেল থেকে নতুন করে পাস করেছে ৪৭ শিক্ষার্থী। এছাড়াও ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা বলছেন, পুনর্নিরীক্ষণে নতুন করে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। শুধু প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগগুলো দেখা হয়। এতেই এতো সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। যদি আবার পুরোপুরি মূল্যায়নের সুযোগ দেওয়া হয়, তবে ভিন্ন কোনো পরিস্থিতি দেখা যেত। শিক্ষার্থীরা এসএমএস বা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটের মাধ্যমে এই ফল জানতে পারছে। গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলার ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৮ হাজার ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত