কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা চেয়ারম্যান আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা: কাজী নাজিব হাসান।
এ সময় কন্দাল জাতীয় ফসলের গুরুত্ব ও আগামীর সম্ভাবনার ব্যাপারে বিভিন্ন দিক তুলে ধরা হয়। সেই সঙ্গে কৃষকদের মাঠ ফসলের পাশাপাশি কন্দাল ফসল চাষ করার আহ্বান জানান। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কন্দাল জাতীয় ফসল আবাদ করা চাষিরা। পরে মেলায় স্থান পাওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা। মেলায় ৮টি স্টল বসানো হয়। কৃষি মেলাটি ১৪ জুন শেষ হবে।