ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মেঘনার এক ইলিশ ৯৩৫০ টাকায় বিক্রি

মেঘনার এক ইলিশ ৯৩৫০ টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলের জালে প্রায় ৩ কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছঘাটে আনলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ইলিশটি ৯ হাজার ৩৫০ টাকায় কিনে নেন রিয়াজ উদ্দিন নামে এক ব্যবসায়ী। ইলিশটি দেখতে মাছঘাটে লোকজন ভিড় জমায় বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে মেঘনা নদী থেকে আবদুজ্জাহের মাঝি নামে এক জেলের জালে ইলিশটি ধরা পড়ে। পরে তিনি রাত ১১টার দিকে মেঘনা নদীর মতিরহাট মাছঘাটে হাজী হান্নান মিয়ার মৎস্য আড়তে বিক্রি করতে নিয়ে আসেন। প্রথমেই ৭ হাজার টাকা দাম উঠানো হয়। একের পর এক ডাকের মাধ্যমে সর্বোচ্চ ৯ হাজার ৩৫০ টাকায় ইলিশটি বিক্রি হয়।

জেলে আব্দুজ্জাহের মাঝি জানান, নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। তবে অল্প হলেও এখন জেলেদের জালে বড় আকারের ইলিশ ধরা পড়ে।

গত মঙ্গলবার বিকালে তিনি নদীতে জাল ফেলেন। রাতে জাল উঠানো হয়। এতে বড় ইলিশটি ধরা পড়ে। পরে মতিরহাট মাছঘাটে নিয়ে আড়তে মাছটির ডাক উঠানো হয়। গতকাল দুপুরে মতিরহাট মাছঘাটের আড়তের কর্মচারী মো. খোকন জানান, জাহের মাঝি দাদন নিয়েছেন আড়তদার হান্নান মিয়ার কাছ থেকে। এ জন্য সবসময় জাহের তার আড়তেই মাছ বিক্রি করেন। গত কয়েকদিন প্রায় ১ কেজি ওজনের ইলিশ বেশি আসছে। তবে জাহেরের জালে ধরা পড়া প্রায় ৩ কেজি ওজনের ইলিশে চমক ছিল। এতো বড় ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ হওয়ায় দাম বেশি হয়েছে। এমনিতে নদীতে ইলিশ কম পাওয়ায় দাম বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত