ঢাকা ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কপোতাক্ষ নদে বালু উত্তোলনের হিড়িক

কপোতাক্ষ নদে বালু উত্তোলনের হিড়িক

খুলনার কয়রায় কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন চলছে পুরোদমে। কপোতাক্ষ নদের কাশিরহাট, জেলেখালি, গাববুনি, হরিহরপুর, পদ্মপুকুর, চরামুখা, শাকবাড়িয়া নদীর আংটিহারা, খাসিটানা ও শাকবাড়িয়া পয়েন্ট থেকে বালু উত্তোলন করে বেড়িবাঁধের ঠিকাদারদের কাছে বেচাবিক্রি করা হচ্ছে। গাববুনি গ্রামের লোকজন জানিয়েছেন সাতক্ষীরা এলাকার জনৈক এক ব্যক্তি কপোতাক্ষ নদের জেলেখালি চরের ১ একর জায়গা থেকে বালু উত্তোলনের অনুমতি নিয়ে পার্শ্ববর্তী অন্যান্য জায়গা থেকে বালু উত্তোলন করা অব্যাহত রেখেছে। স্থানীয় ইউপি মেম্বর গণেশ চন্দ্র মণ্ডল বলেন, জেলেখালিতে এক একর জায়গার অনুমতি পেয়ে পদ্মপুকুর, গাববুনি, চরামুখা এলাকা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। অনেকে সরকারি অনুমতি ছাড়া ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনকারীরা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আর্থিক ফায়দা লুটে নিচ্ছে বলে কয়রা এলাকার কয়েকজন জনপ্রতিনিধি জানান। উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ-জামান বলেন, কপোতাক্ষ নদের চরামুখা এলকায় ড্রেজার মেশিনে বালু উত্তোলন করার খবর তিনি পেয়েছেন। ড্রেজার জব্দ করার জন্য বেদকাশি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত