শ্যামনগরের কাশিমাড়ীর খুঁটিকাটার দুটি রাস্তার মাটির কাজের বরাদ্দর ৭ লাখ টাকা অধিকাংশ আত্মসাতের অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, খুঁটিকাটা গঙ্গারাম পাড়া থেকে মাহামুদের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে বরাদ্দ হয় ২ লাখ টাকা। অভিযোগ উঠেছে নাম মাত্র রাস্তায় মাটি ছড়িয়ে দিয়ে দেড় লক্ষাধিক টাকা আত্মসাৎ হয়েছে। প্রকল্প চেয়ারম্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাজশে অধিকাংশ টাকা আত্মসাৎ করেছে বলে এলাকার সব স্তরের মানুষ জানিয়েছে। অপরদিকে একই এলাকার শাপলা ক্লাব থেকে গঙ্গারামের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারে বরাদ্দ হয় ৫ লাখ টাকা। সেখানেও কোনোরকম মাটি ছড়িয়ে দিয়ে রাস্তাটি সংস্কার হয়েছে বলে প্রকল্প চেয়ারম্যান প্রতিবেদন দিয়েছে। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার প্রতিবাদ জানালেও কোনো তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে রাস্তার কাজ সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদন দাখিল করেছেন। এসব রাস্তার পরিপূর্ণ কাজ না করে অধিকাংশ টাকা আত্মসাৎ হওয়ায় এলাকাবাসী সংগঠিত হতে যাচ্ছে বলে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম বলেন, সম্পূর্ণ বিল এখনও পরিশোধ হয়নি। তদন্ত করে বিল দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন, অভিযোগ আমার কাছে এসেছে। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছি।