ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাবান্ধা বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

বাংলাবান্ধা বন্দরে ৮ দিন বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাবান্ধা স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৮ দিন দুই দেশের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার চালু থাকবে। গতকাল সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ৫ জুন চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি ছুটির বিষয়ে নোটিশ জারি করে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটির বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপ, বাংলাবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও নেপাল, ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। সেখানে আজ ১৪ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত টানা ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় শনিবার বাংলাবান্ধা স্থলবন্দরে যথারীতি বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এসআই অমৃত অধিকারী বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ থাকলেও বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত