স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প অবহিতকরণ সভা
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
স্বাবলম্বী উন্নয়ন সমিতির চলমান ২০২৪ জানুয়ারি থেকে ২০২৮ ডিসেম্বর পর্যন্ত ‘মর্যাদার্পূণ ও স্থায়িত্বশীল এবং আর্থ-সামাজিক ক্ষমতায়ন সিডস কর্মসূচি’ ৫ বছরের প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এই প্রকল্পের কার্যক্রম নিয়ে গতকাল সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে ও স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘মর্যাদাপূর্ণ ও স্থায়িতশীল এবং আর্থ-সামাজিক ক্ষমতায়ন সিডস কর্মসূচি’র প্রকল্প অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: আবিদুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প মনিটরিং কর্মকর্তা ম্যাগডেলিন তজুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার খাতুন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতু, ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউ.পি সদস্যবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্প ব্যবস্থাপক কর্ণেলিউস দালবৎ, প্রোগ্রাম অফিসার (জীবিকায়ন) বিদ্যুৎ কুমার দে, উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান, সিএমবৃন্দ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।