বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে নওগাঁয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিকেল অফিসার ডাক্তার মো. তারিকুল ইসলাম। গতকাল বেলা ১১টায় নওগাঁ শহরের প্যারিমোহন সাধারন গ্রন্থাগার মিলনায়তনে বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (বিআরএফ) এর সহযোগিতায় “মা তোমার সন্তানকে রক্ত দিতে নিষেধ করো না” প্রতিপাদ্যে নওগাঁ ব্লাড সার্কেল এই আয়োজন করে। নওগাঁ ব্লাড সার্কেলের প্রতিষ্ঠাতা সৈয়ব আহমেদ সিয়াম বলেন, স্বেচ্ছায় রক্তদান এক মহৎ কাজ। রক্তের অভাবে একজন ব্যক্তির জীবনকে বিপদে ফেলতে পারে। রক্তের প্রয়োজনে সময়মতো রক্ত সরবরাহ করা না হলে একজনের জীবনও হারাতে পারে। রক্তের ঘাটতি পূরণ করে রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো যায়। এই কারণে মানুষকে রক্তদানের জন্য সচেতন করা হয়, যাতে একজন সুস্থ মানুষ প্রয়োজনে রক্ত দান করতে পারে এবং একটি জীবন বাঁচাতে পারে। আলোচনা সভা শেষে নওগাঁ ব্লাড সার্কেলের মেধাবী সদস্য যারা দেশের বিভিন্ন সুনামধন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে তাদের সম্মাননা প্রদান করা হয়। এ বছর ইঞ্জিনিয়ারিং, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান সহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা বক্তব্য দেন।