ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচন

সভাপতি মহিউদ্দিন সম্পাদক তাহরীম
বেগমগঞ্জে ব্যবসায়ী সমিতির নির্বাচন

দীর্ঘ প্রায় ২৮ বছর পর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হলো বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নানা দীর্ঘসূত্রিতার পর গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মহিউদ্দিন ও সম্পাদক তাহরীম। মোট ২১ পদের মধ্য ১৯টিতে সরাসরি নিবার্চন হয়েছে। অপর দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নিবার্চনে ৪৬ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করেন ও ৫৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে ১৯৯৬ সালে রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জের রাজগঞ্জ বাজার বনিক সমিতির নির্বাচন নিয়ে দীর্ঘদিন নানা অনিয়ম ও জটিলতা ছিল উল্লেখ করে নির্বাচনের মধ্যদিয়ে বাজারের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন পরিচালনা কমিটি প্রধান ও স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম। ব্যবসায়ীরা বলছেন, ব্যক্তিগত লাভের কারণে স্বার্থান্বেষী মহল এই নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করেছিল কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিমের দৃঢ় নেতৃত্বে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজগঞ্জ বাজার ব্যবসাীয় সমিতির নব নির্বাচিত সভাপতি মহিউদ্দিন বলেন, আমাদের চেয়ারম্যান সাহেব ও ইউএনও স্যারের প্রত্যক্ষ ভূমিকার কারণেই নিবার্চন স্ষ্ঠুু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনে বাজারের উন্নয়নে কাজ করবেন বলেও তিনি জানান।

সাধারণ সম্পাদক তাহরীম বলেন, বাজারের সুশৃঙ্খলা আনতে কাজ করার পাশাপাশি ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবেন তিনি। নির্বাচন সফলভাবে সম্পন্নের জন্য সেলিম চেয়ারম্যানের কৃতিত্ব দেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি কিছু ভালো কাজ করতে কিন্তু স্বার্থান্বেষি মহল নানা ভাবে বাধা সৃষ্টি করেছেন, তারা কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করছে, বাজারের নির্বাচনের বাধা দিয়েছে কারণ নির্বাচিত কমিটি আসলে তাদের চাঁদাবাজি কমে যাবে। এলাকার মাদকের নির্মুল সম্ভব হচ্ছেনা তাদের কারণে। তারা মনে করে আমি ভালো বা উন্নয়ন কাজগুলো করতে থাকলে ইউনিয়নে তাদের মূল্য থাকে না, এ কারণেই আমার বিরোধিতা। থানা নির্বাহী অফিসারের (ইউএনও) এর সহযোগিতা ছাড়া বাজারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না বলেও তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত