ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও চেক বিতরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবিক কর্মসূচি সহায়তার আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (ডিডিএম) অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মধ্যে ৪৯ বান্ডেল ঢেউটিন ও ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

গতকাল ঢেউটিন ও চেক বিতরণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ৪৯ বান্ডেল ঢেউটিনসহ ১ লাখ ৪৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২১টি পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন ও ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়েছে।

এছাড়া একটি পরিবারকে তিন বান্ডেল ঢেউটিন ও ৯ হাজার টাকার চেক এবং একটি এতিমখানায় চার বান্ডেল টিন ও ১২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত