লালমনিহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুর পাড়ের গাছ থেকে মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে আজিফা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মসরত মদাতি গ্রামে এ ঘটনা ঘটে। আজিফা বেগম ওই এলকার হারুনুর রশিদের স্ত্রী। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকালে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় রান্না বসিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে মরিচ তুলতে যান আজিফা। ওই সময় বজ্রপাতে আজিফা বেগম পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভোটমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের তেতুলিয়া এলাকায় বজ্রপাতে ঘর পুড়ে পাঁচটি গবাদি পশু পুড়ে মারা গেছে। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার গভীর রাতে বজ্রসহ প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বজ্রপাতে উপজেলার তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন রায়ের বসত ঘর বজ্রপাতে আক্রান্ত হয়।
এ সময় তার বসতবাড়ির দুটি ঘর পুড়ে যায় এবং ঘরের ভেতরে থাকা তিনটি ছাগল ও দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় কোনো মানুষ আহত হয়নি।
কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোশারফ হোসেন বলেন, বজ্রপাতে দুটি গরু ও তিনটি ছগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।