যমুনায় ধরা পড়ল ১৮ কেজি ওজনের বোয়াল
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
জামালপুরের ইসলামপুরে যমুনার নতুন পানিতে জেলের ছিপ জালে ১৮ কেজি ওজনের একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে। পরে বোয়াল মাছটি ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে যমুনা নদীর চিনাডুলী বলিয়াদাহ আগারি এলাকা থেকে ছিপ জাল দিয়ে মাছটি ধরা হয়। স্থানীয়রা জানান, যমুনায় নতুন পানি এসেছেন তাই নদীতে মাছ ধরার জন্য ছিপ জাল লাগানো হয়। মাঝি এনামুল ইসলাম সকাল থেকেই ছিপ জল দিয়ে মাছ ধরছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ করেই জালে ধরা পড়ে ১৮ কেজি ওজনের বোয়াল মাছ। পরে বিশাল আকৃতির বোয়াল মাছটি দেখতে ভিড় করেন অনেকেই। পরে স্থানীয় সাকিব নামে একজন মাছটি ২২ হাজার টাকা দিয়ে কিনে নেন। ক্রেতা সাকিব হাসান বলেন, যমুনায় অনেক দিন পর এত বড় একটি মাছ ধরা পড়েছে। আগে থেকেই ইচ্ছা ছিল বড় বোয়াল কেনার। গতকাল সুযোগ মতো পেয়েছি। ২২ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। মাঝি এনামুল ইসলাম বলেন, নদীতে নতুন পানি এসেছে তাই আমি ছিপ জাল লাগিয়েছি। সকাল থেকেই মাছ ধরছিলাম। হঠাৎ করেই জাল তুলতে বেশি ওজন লাগে। তখনই ভাবছিলাম হয়ত একটা বড় মাছ উঠেছে। সম্পূর্ণ জাল তুলে দেখি বিশাল আকৃতির একটি বোয়াল। পরে মাছটি ধরি। মাছটি ২২ হাজার টাকায় বিক্রি করেছি।