ফেনীতে পৃথক স্থান থেকে চার মরদেহ উদ্ধার
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ফেনী প্রতিনিধি
ফেনীতে ঈদের দিনেই পৃথক স্থান থেকে চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার শহরের মাস্টারপাড়া, এসএসকে সড়ক, চাড়িপুর ও শর্শদি থেকে চারটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ঈদের দিন বিকালে ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, উদ্ধার হওয়া লাশটি শহরের বয়োবৃদ্ধ ভিক্ষুক সিরাজুল হকের ৮ বছর বয়সি বাকপ্রতিবন্ধী নাতি সাগর চৌধুরীর। গত পাঁচ দিন ধরে শিশুটি নিখোঁজ ছিল। বাবা-মা হারা এতিম ছেলেটি নিয়ে বৃদ্ধ সিরাজুল হক দীর্ঘদিন ধরে শহরের দাউদপুল ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। অন্যদিকে ফেনী শহরতলীর চাড়িপুর এলাকা থেকে শিরিনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিরিন বাগেরহাট জেলার মোড়লগঞ্জের অলিউর রহমানের স্ত্রী। তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। এছাড়া গত সোমবার রাতে জেলার সদর উপজেলার শর্শদী ইউনিয়নের জাহানপুর এলাকায় সাইফুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। গ্রামবাসীদের তথ্য মতে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই এলাকার নিজাম উদ্দিনের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ-সংলগ্ন ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত চারটি মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।