কিশোরগঞ্জের ভৈরবে পাগলা কুকুরের কামড়ে রিকশাচালক ও পথচারীসহ ৩০ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকাল থেকে গতকাল সকাল পর্যন্ত এই ঘটনা ঘটেছে।
আহতদের উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদের প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ছেড়ে দেয়া হয়। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎস ডা. সোয়েব। জানা যায়, বিকাল থেকেই সকাল পর্যন্ত শহরের ঘোড়াকান্দা, পঞ্চবটি, আমলা পাড়া ও ভৈরবপুর এলাকায় বিভিন্ন স্থানে রিকশা চালক এবং পথচারীসহ ৩০ জনকে একটি পাগলা কুকুর কামড় দেয়। ফলে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর থেকে একের পর এক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। আহতরা হলেন- মোকিম, আওলাদ, রাকিব, বর্ণ, আতিকুল, নবী, আরাফাত, সোলাইমান ও কাল্লু মিয়াসহ ৩০ জন।