পঞ্চগড়ে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বৃষ্টিপাত বেড়ে ভারী বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস এ তথ্য জানায়। জানা যায়, গত রোববার থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ। গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই শুরু হয় বৃষ্টি। তবে মাঝরাতে ভারী বর্ষণ হয়েছে। একই সাথে বজ্রপাত হয়েছে। তবে বজ্রপাতের কোথাও কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে গত রোববার রাত থেকেই ঝরছে বর্ষার বৃষ্টি। বৃষ্টির কারণে সোমবার পবিত্র ঈদুল আজহার নামাজ অনেক স্থানে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির কারণে পশু কোরবানিতেও বিড়ম্বনা পোহাতে হয়েছে। ঈদের দিন থেকে ভারী বর্ষণ হওয়ায় ঘরের বাইরে বেড়ানোর কথা থাকলেও দুপুর পর্যন্ত কেউ বের হতে পারেনি। বৃষ্টি কারণে জেলার পর্যটন স্পটগুলোতে সেভাবে পর্যটকদের সমাগম দেখা যায়নি। ভারী বর্ষণের ফলে সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীতে পানি বেড়ে স্রোত বইছে। তবে গত শনিবার সকাল ৬টার দিকে মহানন্দা নদীর উজানে শিলিগুড়ি (ভারত) ফুলবাড়িতে স্লুইস গেট খুলে দেওয়ার পর থেকেই খরা নদীতে জলস্রোত প্রবাহিত হয়েছে। এতে করে বর্ষার জলে যৌবনে ফিরেছে নদীতে। নদীতে পানি পেয়ে নদীর তীরে জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে স্থানীয়দের। গতকাল সকালে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।