অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মেহেরপুর প্রতিনিধি

অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন ও দুরারোগ্য রোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে গাংনী উন্নয়ন ফাইন্ডেশন। গতকাল বেলা ১১টায় গাংনীর বনবিভাগের পার্শ্ববর্তী সোনালী ব্যাংক ভবনে সংগঠনটির কার্যালয়ে ২১ জন অসহায় বিধবা, স্বামী পরিত্যাক্তা নারীর মাঝে সেলাই মেশিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত এমন ১০ জন রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যকরি কমিটির সভাপতি এমদাদুল হকের (বড় স্যার) সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ডাইরেক্টর সংযোগ ও ট্রাষ্টি মাহাবুব হোসেন, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিন্টু, সদস্য সামছুল আলম, নজরুল ইসলাম, ওয়াহেদ মিন মিন্টু প্রমুখ। ডাইরেক্টর সংযোগ ও ট্রাস্টি মাহাবুব হোসেন বলেন এটি একটি চলমান প্রক্রিয়া।

এই ফাইন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি প্রদানসহ নানাভাবে সহায়তা করে আসছে। গাংনীর একদল উদ্যোমি মানুষ নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। এর পরিসর আরো বাড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে। নানাভাবে মানুষকে সহায়তা করাই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।