ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

গাজীপুরের কালীগঞ্জে যৌতুকের জন্য এক গৃহবধূকে নির্যাতন করে শিশু সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে পাষ- স্বামী।

এ বিষয়ে গৃহবধূ শারমিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ধনপুর গ্রামের হারেজ শেখের কন্যা শারমিন সুলতানার সাথে একই ইউনিয়নের সাওরাইদ গ্রামের আওলাদ হোসেনের পুত্র শেখ মেহরাব হোসেন নিলয়ের বিয়ে হয়। বিয়ের পর নিলয় স্ত্রীকে ভাড়া বাসায় তোলে এবং যৌতুকের জন্য পরিবারের লোকজন নিয়ে শারমিনের উপর নির্যাতন শুরু করে ও সন্তানসহ তার ভরণপোষণ বন্ধ করে দেয়। এক পর্যায়ে গত বুধবার দুপুরে শারমিন শিশু কন্যাকে নিয়ে বাসা ভাড়া ও ভরণপোষণ খরচের জন্য শ্বশুর বাড়িতে গেলে নিলয়, তার বাবা আওলাদ হোসেন, মা মাকসুদা বেগম, দুই বোন সিথী ও জ্যোতি ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে তাকে মারপিট এবং গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ সময় তারা শারমিনের ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। আহত শারমিন স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে ওইদিন রাতে স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মাহাতাব উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত