টানা ৪০ দিন নামাজ পড়ে পুরস্কার পেলেন মুসল্লিরা

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

সমাজ যখন মাদক, সন্ত্রাস, তাস, জুয়ায় সয়লাব যুব সমাজ যখন অন্ধকার পথে হাঁটছে বিভিন্ন জায়গায় সন্তানের হাতে মা-বাবা প্রতিনিয়ত লাঞ্চিত অপমানিত হচ্ছে, ঠিক তখনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের কিছু যুবক আলাপ-আলোচনার মাধ্যমে সমাজের এই ঘুণে ধরা অবস্থা পরিবর্তনের জন্য উদ্যোগ গ্রহণ করেন। তাদের ব্যতিক্রমী উদ্যোগের মধ্যে প্রথমেই ধর্মীয় কাজ নামাজ এর উপর গুরুত্বারোপ করেন। সে অনুযায়ী অপরাধপ্রবণ এলাকার ১০টি মসজিদ নির্ধারণ করে ঘোষণা করেন, এই এলাকার যারা ৪০ দিন নিয়মিত মসজিদে উপস্থিত থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন, তাদের প্রথম পুরস্কার হিসাবে একটি বাই সাইকেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে উন্নতমানের চার্জার লাইট এবং পবিত্র কোরআন শরীফ ও অনান্য পুরস্কার প্রদান করা হবে। ঘোষণা অনুযায়ী এলাকার ছোট-বড় সকল শ্রেণির মানুষ এতে সাড়া দিয়ে অপরাধ ছেড়ে মসজিদমুখী হওয়া শুরু করে। ৪০ দিন শেষে ওই যুবসমাজ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা যায় যে, সমাজের উঠতি যুব সমাজই এতে প্রথম স্থান অধিকার করেছে। ১০টি মসজিদের প্রথম স্থান অধিকারী ১০ জন কিশোর ১০টি বাইসাইকেলসহ উন্নতমানের আরো ১৪০টি পুরস্কার বিজয়ীদের মাঝে প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী উৎসব উপলক্ষ্যে কেউন্দিয়া হাইস্কুল মাঠে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন যুব সমাজের ‘ইসলাম সেবক সংগঠন’ এর নেতৃবৃন্দ।