ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এখন ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে ব্যতিব্যস্ত মানুষ। নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ডে এখন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাস কাউন্টারগুলো ব্যস্ত। অনেকে যারা আগে টিকিট কেটে রেখেছেন তারা নির্দিষ্ট সময়ে বাসে করে রওয়ানা দিয়েছেন। আবার অনেকে যাওয়ার জন্য বাস কাউন্টারে অপেক্ষা করছেন। তবে যারা বাস কাউন্টারে গিয়ে টিকিট কেটে যেতে ইচ্ছুক তারা টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে। জেলার ধামইরহাট উপজেলার নাজমুল হাসান ঢাকা বাসস্ট্যান্ডে এসেছে টিকিট কাটতে। তিনি বলেন- ঢাকায় পোশাক কারখানায় চাকরি করি। ঈদের ছুটিতে ঈদের আগে পরিবার নিয়ে গ্রামে এসেছিলাম। ছুটি শেষে আবারও ঢাকায় যাব। কিন্তু কয়েকটি কাউন্টার ঘুরেও টিকিট পেলাম না। মনে হচ্ছে পরে যেতে হবে। আরেক যাত্রী গতকাল বেলা ১১টার দিকে শাহ ফতেহ আলী বাস কাউন্টারে বাসে উঠার অপেক্ষা করছিলেন। তিনি বলেন- ছুটি শেষে কর্মস্থলে ফিরতে হচ্ছে। বাসা থেকে এসে কাউন্টারে কিছুটা ভিড় দেখছিলাম। কিন্তু তারপর টিকিট পেয়েছি। টিকিটের মূল্য ৭০০ টাকা নিয়েছে। যদিও কিছুটা মূল্য বেশি নিয়েছে। টাকা কোনো বিষয় মনে হয়নি। টিকিট পেয়েছি এতেই খুশি। নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউজ্জামান মতি বলেন- ঈদ উপলক্ষ্যে প্রতিদিন প্রায় শতাধিক বাস নওগাঁ ছেড়ে ঢাকার উদ্যেশে যাচ্ছে। ঈদ উপলক্ষ্যে ৪-৫ দিন বাসের চাহিদা থাকে বেশি। তবে আগামী ২২ জুন টিকিটের চাপ রয়েছে। এরই মধ্যে আগাম টিকিট বিক্রি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত