চাঁদপুরে মাদকসহ তিন নারী গ্রেপ্তার

প্রকাশ : ২১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের তিন নারী সদস্যকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গত বুধবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা করার পর চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিকালে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। গ্রেপ্তাররা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা গাজী বাড়ির মৃত আজিজ মিয়ার মেয়ে হেলেনা বেগম, একই উপজেলার ধর্মপুর গ্রাামের মৃত জামাল হোসেনের স্ত্রী নাজমা এবং আড়াইওড়া নমসোদ পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী রূপা আক্তার। এর আগে, গত মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর বিল্লালের মাছের ঘেরের সামনে পাকা রাস্তার ওপর থেকে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, জব্দ করা ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। এদিকে, পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।