দেবহাটায় সড়কের দুই পাশে হেলে পড়েছে মরা গাছ
ঝুঁকি নিয়ে চলাচল
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ও দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার পাশে হেলে পড়া মরা গাছ থেকে প্রতিনিয়ত ডালপালা ভেঙে পড়ছে। এতে আহত হচ্ছেন পথচারীরা। এমনকি ডালপালা ভেঙে পড়ে যানবাহনেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। গাছগুলো অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বললেও তারা কোনো উদ্যোগ নিতে পাচ্ছেন না। সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা পরিষদের গাছ হওয়ায় সরকারি নিয়মে আটকে আছে মরা গাছ অপসরণ। স্থানীয়া জানায়, বিভিন্ন সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের গাছ গুলো মরে পড়ে আছে বহুদিন ধরে। সরকারি নিয়মতান্ত্রিক জটিলতায় এসব গাছ অপসরণ সম্ভব হচ্ছে না। সে কারণে এসব গাছ ভেঙে পড়লেও কেটে ফেলার অনুমতি মিলছে না। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। হেলে পড়া একটি গাছের নিচ দিয়ে বৈদ্যুতিক লাইন থাকায় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। দেবহাটা সখিপুর মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত অসংখ্য গাছ শুকিয়ে গেছে। হালকা ঝড়-বৃষ্টি হলেই গাছের ছোট-বড় ডালপালা ভেঙে পড়ছে। কোনো সময় মরা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়ে বাড়ছে দুর্ভোগ। দেবহাটা উপজেলার পথচারি আশিকুর রহমান, রফিকুল ইসলামসহ একাধিক পথচারিরা জানান, শুকনা গাছগুলোর নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয়ে চলাচল করি। আশঙ্কায় থাকি কখন জানি ভেঙে মাথায় না পড়ে। কিছুদিন আগে পারুলিয়া গরুহাটে মরা গাছের ডাল পড়ে একজনের মৃত্যু হয়েছে বলেও জানান তারা। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জনগণের নিরাপত্তার স্বার্থে অতি ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে সংশ্লিষ্ট ভূমি অফিস বা ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করার জন্য চেয়ারম্যানদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় গাছগুলো অপসারণ করা যাচ্ছে না। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির দেবহাটা অঞ্চলের (এজিএম) জহুরুল ইসলাম জানান, সড়কের পাশে মরা গাছ থাকায় বিভিন্ন সময় তা বিদ্যুতের তারের ওপরে পড়ছে। এতে তার ছিঁড়ে যাচ্ছে। কোথাও বিদ্যুতের খুঁটি পড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে। গাছগুলো অপসারণ খ্বু জরুরি হয়ে পড়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম জানান, শুকনো বা হেলে পড়া গাছগুলো খুব দ্রুত রাস্তার পাশ থেকে অপসারণ করা হবে।