ইজি বাইকে বাসের ধাক্কায় নিহত দুই

প্রকাশ : ২২ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে পূর্বাশা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-০৬১৩) একটি বাসের ধাক্কায় ইজি বাইকে থাকা দুই যাত্রী মারা গেছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মধুখালী বাজারের ঢাকা-খুলনা মহাসড়কের বালিয়াকান্দি লিঙ্ক রোড (ডিভাইডার) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৯ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদর মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথেমধ্যে অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। নিহতরা হলেন- বরিশালের বন্দর উপজেলার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র মিরাজ হাওলাদার ও ঝালকাঠি জেলার নলছিটি থানার মো. মোবারকের পুত্র সুমন। আহতরা হলেন- শিরিন, জসিম, সুমন, মিলন, মিম, সোনালী এবং অজ্ঞাত দুইজন। এদের সবার বাড়ী ঝালকাঠি জেলার নরছিটি এলাকায়। অপর আহত ব্যক্তি মো. ফরিদ শেক, বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আশাপুর গ্রামে। আহত সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, পূর্বাশা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুরের মধুখালী বাজার এলাকা পার করার সময় বালিয়াকান্দি লিংক রোড থেকে মহাসড়কে উঠে আসা একটি ইজিবাইককে রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মাহমুদ জামান জানান, রাত দেড়টা থেকে ২টা পর্যন্ত ১২ জনের মতো আহত রোগী নিয়ে আসে। এদের মধ্যে মৃত অবস্থায় একজন ও হাসপাতালে আনার পর আরো একজন মারা যায়।