ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাইস কুকারে রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

রাইস কুকারে রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ তামান্না জান্নাত নিশাত মারা গেছেন। ২৮ বছর বয়সি তামান্না এক সন্তানের জননী। গত বৃহস্পতিবার উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না একই গ্রামের ইকরামুল কায়সার সুজনের স্ত্রী। নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজনরা জানায়, সুজন মিয়ার স্ত্রী তামান্না জান্নাত নিশাত সকাল দশটার দিকে রাইস কুকারে ভাত রান্না করতে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ওসি মনিরুল আলম ভুঁইয়া জানান, তামান্নার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর নিহতের চার বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত