সাবেক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর আহত সাবেক স্ত্রী সংকটাপন্ন অবস্থায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, গত শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার উথরাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত বেঙ্গলদিঘির পাশে রামচন্দ্রপুর হাজী মার্কেটের পাকা রাস্তায় আজাদ রহমান তার সাবেক স্ত্রী সুর্বনা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এলোপাথাড়ি কোপানো পর পালিয়ে যাওয়ার সময় স্বামী আজাদ রহমানকে আটক করে। পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর কালাইকুড়ি গ্রামের মো. হোসেন আলীর ছেলে আজাদ রহমানের সঙ্গে একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সাইফুল আলমের কন্যা সুর্বনা বেগমের বিয়ে হয়। দীর্ঘ ১৯ বছর সংসার করার পর সুর্বনা অন্যজনের সাথে চলে যায়। ২১ জুন সুর্বনা তার সাবেক স্বামী মো. আজাদের কাছে থাকা ছোট ছেলে বাধনকে দেখার জন্য অনুরোধ করলে আজাদ ছেলেসহ স্থানীয় মেডিকেল মোড়ে তাকে আসার জন্য সময় দেয়। এ সময় আজাদ কোমরে রাখা ধারালো দা দিয়ে সাবেক স্ত্রী সুর্বনাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এলাকাবাসী আজাদকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারি আজাদকে গ্রেপ্তার করে। গুরুতর আহত সুর্বনা বেগম দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।