সোনাগাজীতে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের উত্তর পালগিরি গ্রামের লুতু কাজী বাড়ির ইফতেখার উদ্দিন জুয়েলের পুকুরে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও পুকুরের মালিক জানায়, ইফতেখার উদ্দিন জুয়েল তার মালিকীয় পুকুরে রুই, কাতল, মৃগেল, তেপাপিয়া ও পাঙ্গাশ সহ নানা জাতের প্রায় মাছ চাষ করে আসছে।

রাত সাড়ে ৩টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির প্রায় ৬৫ মণ মাছ মরে পানিতে ভেসে ওঠে। প্রাথমিকভাবে পাঁচ লাক্ষাধিক টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এ ঘটনায় পুকুরের মালিক ইফতেখার উদ্দিন জুয়েল অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।