দিনাজপুরের ঘোড়াঘাটে নানা বাড়িতে চিকিৎসার জন্য এসে পুকুরের পানিতে ডুবে শিফা খাতুন (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার রানীগঞ্জ সিংড়া ইউনিয়নের রামপুর-টুবঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে খিঁচুনিসহ দীর্ঘদিন থেকে শারীরিক ও মানষিক নানা রোগে আক্রান্ত ছিলেন বলে জানান, তার পরিবার নিহত কিশোরী শিফা খাতুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। গত প্রায় ১ মাস আগে মায়ের সাথে নানার বাড়িতে স্থানীয় কবিরাজের কাছে শারীরিক রোগের চিকিৎসা করার জন্য এসেছিল।
নিহতের পরিবারের বরাদ দিয়ে থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার পূর্বে যেকোনো সময় শিফা তার নানা বাড়ির পেছনে থাকা পুকুরের পানিতে পড়ে যায়। প্রতিবেশী এক ব্যক্তি তাকে পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করলে পরিবারের সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে। পরে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত শিফা মৃগী রোগে আক্রান্ত ছিলেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নিহত শিফার বাবা তার মেয়ের মৃত্যুর খবর থানায় দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।