গাইবান্ধায় নদনদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত

প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় সবগুলো নদনদীর পানি বৃদ্ধি অপরিবর্তিত রয়েছে। তিস্তা নদীর পানি উন্নতি হয়ে এখন বিপৎসীমার অনেকটা নিচে রয়েছে। এছাড়া জেলার ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার অনেক নিচে রয়েছে বলে গতকাল শনিবার বিকাল ৩টা পর্যন্ত গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্টোলরুম সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, মোল্লারচর, গিদারি, ঘাগোয়া ও ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফুলছড়ি ও ফজলুপুর এবং সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, কাপাসিয়া ও হরিপুর ইউনিয়নের নিচু এলাকাগুলোতে বন্যার পানি কিছুটা কমে গেছে। তবে কিছু কিছু নিচু এলাকায় পানি আটকে যাওয়ায় জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বন্যাকবলিত এলাকার মানুষ গবাদিপশুকে নিয়ে চরম বিপাকে পড়েছে।