প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক

মুসলিম রীতিতে বিয়ে

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নাটোর প্রতিনিধি

ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বড়বাড়িয়া এলাকার ফাতেমা খাতুনের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক লি সি জাংয়ের। ধীরে ধীরে সেই পরিচয় থেকে হয় সম্পর্ক। এরপর সম্পর্ক থেকে রুপ নেয় প্রেমে। পরে চীনা যুবক প্রেমের টানে বাংলাদেশে এসে মুসলিম রীতি মেনে ফাতেমা খাতুনকে বিয়ে করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যকর তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার নাটোর সদর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া বড়বাড়িয়া এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করে ফাতেমাকে বিয়ে করেন। এ সময় নিজের নাম পরিবর্তন করে আলী রাখেন এ চীনা যুবক। এর আগে গত বুধবার বিকালে নাটোর সদর উপজেলার ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে ফাতেমার বাড়িতে আসেন। ফাতেমা খাতুন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের আবু তাহেরের মেয়ে। তিনি নবাব সিরাজ উদ দ্দৌলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী। চীনা যুবক লি সি জাং (আলী) চীনের সাংহাইয়ের বাসিন্দা এবং তিনি একজন প্লাস্টিক সার্জন বলে জানা গেছে।