খুলে দেওয়া হলো তাহিরপুরের পর্যটন স্পট

প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা প্রশাসন। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাহিরপুর উপজেলার পর্যটন স্পটগুলো সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১৮ জুন বিকেলে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নিলাদ্রী লেক), বারেকটিলা, শিমুল বাগানসহ বিভিন্ন পর্যটন স্পট বন্যা পরিস্থিতিজনিত কারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।