চ্াঁদপুরে ঈদ পরবর্তী চট্টগ্রাম অভিমুখে যাওয়ার ঈদ স্পেশাল ট্রেনের টিকিট কালো বাজারে ১৮০ টাকার টিকিট ৪০০ টাকায় বিক্রিকালে রেল কর্মচারী (পোটার) পারভেজকে জনতা হাতেনাতে আটক করেছে। পরে তাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনার পর তাৎক্ষণিক স্টেশনে অবস্থানরত যাত্রীরা ঘটনার খবর জানতে পেরে আটক পারভেজকে গণপিটনী দিতে থাকে। গণপিটনীকালে স্টেশনে ডিউটিরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে হাবিলদার ইমাম হাসেন, নিরাপত্তা সদস্য কালাম, তারিকুল ইসরামসহ সঙ্গীয় ফোর্স পারভেজকে জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে। পরবর্তীতে অবৈধভাবে কালো বাজারে টিকিট বিক্রিকালে ধরা পড়া পোটার পারভেজকে জনতার হাত থেকে রক্ষা করে রেলওয়ে থানার পুলিশের সহায়তায় রেলওয়ে থানায় নিয়ে যায়। চাঁদপুর স্টেশনে কর্মরত রেলওয়ে স্টাফ ও স্টেশনের দোকানিরা অভিযোগ করে জানান, পোটার পারভেজ স্টেশন মাস্টারের নাম ভাঙিয়ে বুকিং কাউন্টার থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস, সাগরিকা এক্সপ্রেস, ঈদ স্পেশাল ট্রেনের টিকিট নিয়ে নিজে এবং বিভিন্ন কালোবাজারি অসাধু ব্যক্তিদের মাধ্যমে টিকিট বেশি দামে বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। যার প্রমাণ মিলেছে গত শনিবার দিনগত রাত অনুমান ৩টায়। পোটার পারভেজ শনিবার দিনের বেলায় চাঁদপুর স্টেশন মাস্টারের দপ্তরে দায়িত্ব পালন করে স্টেশন ত্যাগ করেন। গত শনিবার রাত ৩টায় নিজের পরিচিত বুকিং ক্লার্কের কাছ থেকে স্টেশন মাস্টারের পিয়ন হিসেবে দাপট খাটিয়ে বুকিং কাউন্টার থেকে টিকিট নিয়ে নেয়। সে টিকিট নিজে এবং অন্য কালোবাজারিদের মাধ্যমে চট্টগ্রাম অভিমুখে যাওয়া ঈদ স্পেশাল-২ ট্রেনের যাত্রীদের কাছে ১৮০ টাকার টিকিট ৪০০ টাকায় টিকিট বেশি দামে বিক্রি কালে স্টেশনে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে আটক হয়েছে। এ বিষয়ে লাকসামে কর্মরত চাঁদপুরে গতকাল শনিবার টিকিটকালো বাজারি হয় কি-না তা দেখতে পরিদর্শনে আসা টিটি ইনিসপেক্টর ড. আমিনুল হক ও চাঁদপুর স্টেশন মাস্টার মোহেবুল শিকদার জানান, এ ঘটনাটি আমাদের সামনেই ঘটেছে। আমরা জানতে পেরেছি পোটার পারভেজ টিকিট কালো বাজারে বিক্রিকালে আটক হয়। বিষয়টি আমরাম চট্টগ্রাম বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়টি যেন মামলায় না গড়ায় সেটি দেখছি। তার অপরাধের জন্য ডিপাটমেন্টাল ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাসুদ আলম জানান, টিকিট কালো বাজারে বিক্রিকালে একজনকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।