নদীগর্ভে বিলীন হচ্ছে গাববুনি বেড়িবাঁধ

প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের ১৪/২ পোল্ডারের শাকবাড়িয়া নদীর গাববুনি বেড়িবাঁধ ধীরে ধীরে নদীগর্ভে বিলীন হতে চলেছে। বর্তমানে বাঁধের অবস্থা এতই নাজুক আকার ধারণ করেছে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে মানুষের জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হতে পারে। অর্ধ কিলোমিটারজুড়ে বেড়িবাঁধের সিংহভাগ বিলীন হওয়ার কারণে মানুষ ও যানবাহন ঠিকমতো চলাচল করতে পারছে না। জরাজীর্ণ ভঙ্গুর রাস্তার ওপরে বিছানো ইট ছড়িয়ে-ছিটিয়ে এবড়ো-থেবড়ো থাকায় চলাচলে দুর্বিষহ অবস্থা বিরাজ করছে। গত ২৬ মে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিমেলের জলোচ্ছ্বাসে গাববুনি বাঁধের বেশিরভাগ ধসে গেছে। স্থানীয় সংসদ সদস্যের নির্দেশানায় পাউবো ঘূর্ণিঝড়ের দিন দুপুরে বেড়িবাঁধের কয়েকটি জায়গায় বস্তাভর্তি মাটি ফেলে বাঁধ রক্ষায় জোর চেষ্টা চালায়। বর্তমানে ক্ষতিগ্রস্ত গাববুনি বাঁধে বস্তা ও মাটি ফেলানো বন্ধ রয়েছে। এ অবস্থায় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। গাববুনি গ্রামের মেম্বর শাহনেওয়াজ আক্তার সাধনা জানিয়েছেন টেকসই সংস্কারের অভাবে গাববুনি বেড়িবাঁধের দুরাবস্থা দেখা দিয়েছে।