সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালীবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারের প্রায় ৫০ মিটার বেড়িবাঁধ ধসে নদীগর্ভে চলে যায়। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন ৯নং সোরা ও ডুমুরিয়া গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। ভেসে যেতে পারে অসংখ্য মাছের ঘের। তবে ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা জানায়, গত শনিবার বিকালে খোলপেটুয়া নদীর তীরবর্তী বাসিন্দারা বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখা যায়। এ সময় স্থানীয়রা তাৎক্ষণিক বাঁধ মেরামতের কাজ শুরু করেন। এর মধ্যেই বেড়িবাঁধের প্রায় ৫০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। বিকাল থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তাভর্তি বালু ফেলে ভাঙন আটকানোর চেষ্টা করেছেন স্থানীয়রা। তবে ভাঙনের পরিধি বেড়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) ৯নং ওয়ার্ড সদস্য মনজুর হোসেন জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। ১ মাস না যেতেই বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমান জানান, গাবুরার মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বেশ কিছু অংশ ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিওব্যাগ ফেলানোর ব্যবস্থা করা হয়েছে। গাবুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম জানান, আকস্মিক বাঁধে ভাঙন দেখা দেয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধের ভয়াবহ অবস্থা। বিষয়টি নিয়ে এরই মধ্যে সংশ্লিষ্টদের জানানো হয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-১ এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন জানান, বাঁধের ৩০ মিটার এলাকাজুড়ে অবস্থা একটু খারাপ। আকস্মিক এমন ভাঙন দেখা দিয়েছে। আমরা মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে।