ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দিনাজপুরে ৭৫৬ এমপুল স্নাক ভেনম ভায়াল মজুদ রয়েছে। গত সোমবার দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের ভাদুরী বাজার শিববাড়ী এলাকায় গরুর জন্য ধান খেতে ঘাস কাটার সময় বিষাক্ত সাপের কামড়ে জিতেন চন্দ্র রায়ের স্ত্রী ৭৫ বছর বয়সি ভাদুরী রানী রায় মারা যান। সাপের দংশনে চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ফাইয়াজ ইসতিহাক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, কামড় দিয়ে সাপটি ভাদুরী রানীর ডান পায়ে পেঁচিয়ে ছিল। পা ঝাকাঝাকি করলে সাপটি ধান খেতের ভিতরে চলে যায়। তবে সেটি রাসেলস ভাইপার সাপ নয় বলে নিশ্চিত করেছেন এলাকাবাসী। কারণ রাসেলস ভাইপার দংশনের সাথে সাথে পালিয়ে যায়। এদিকে দিনাজপুরের সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী জানান, জেলার ১৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৫৬ ভায়াল এন্টি স্নাক ভেনম মজুদ রয়েছে। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০, জেনারেল হাসপাতালে ৫০, কাহারোল ও বিরল উপজেলায় ২২টি করে, খানসামা, ঘোড়াঘাট ও বোচাগঞ্জ উপজেলায় ২০টি করে, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় ১৮টি করে, বীরগঞ্জ উপজেলায় ১৬টি এবং চিরিরবন্দর ও হাকিমপুর উপজেলায় ১০টি করে ভায়াল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুদ রয়েছে। সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত ভায়াল রয়েছে বলে সিভিল সার্জন জানান। তিনি জানান, গত ২৩ জুন আরো ৫০০ ভায়ালের জন্য চাহিদাপত্র ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে পাঠানো হয়েছে। তিনি আতঙ্কিত না হয়ে সাপে কাটা রোগীদের দ্রুত নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত