ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পোড়াকান্দুলিয়া পাকা সড়ক যেন মরণ ফাঁদ

ভাঙা অংশ রেখে ভালো অংশ সংস্কার
পোড়াকান্দুলিয়া পাকা সড়ক যেন মরণ ফাঁদ

ময়মনসিংহের ধোবাউড়ায় দুধনই পোড়াকান্দুলিয়া পাকা সড়ক গর্ত ও খানাখন্দে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশ ধোবাউড়া ব্রিজের পূর্ব পাশে এবং দুধনই বাজারে বড় বড় গর্ত আর খানাখন্দে বেহাল হয়ে পড়েছে। প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে পাকা সড়কটিতে এই গর্ত সৃষ্টি হলেও কারও নজরে পড়ছে না। সরেজমিন গিয়ে দেখা যায়, দুধনই বাজারের মাঝখানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত হয়েছে। বৃষ্টি হলেই রূপ নেয় জলাশয়ে। গাড়ি উল্টে আহত হয় যাত্রী ও চালকরা। এছাড়াও দুধনই পোড়াকান্দুলিয়া দশ কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়রা রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনে প্রতিশ্রুতি দেন অনেক কিন্তু বাস্তবায়ন নেই। এদিকে দশ কিলোমিটার রাস্তার দুধনই বাজারের পশ্চিম অংশ থেকে ধোবাউড়া বাজারের পঞ্চনন্দপুর ভালো অংশ সংস্কার করা হয়েছে। কিন্তু ভাঙা অংশে কোনো কাজ করা হয়নি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক বলেন, রাস্তার কাজ টেন্ডার হয়েছে, ঠিকাদার কাজ করতে দেরি করছে, আমি আপাতত সুরকি দিয়ে চলার উপযোগি করে দিব। উপজেলা প্রকৌশলী আবুবকর সিদ্দিক বলেন, ফান্ড না থাকার কারণে ঠিকাদার কাজ করছে না, চেষ্টা করছি কাজ করাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত