শালিখায় ফটকী নদীতে লোনা পানির আতঙ্কে চাষিরা

প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরা জেলার সদর ও শালিখা উপজেলার সীমান্তবাহী ফটকী নদীতে সাধারণত স্বাদু পানির প্রবাহ বিদ্যমান। তবে গত প্রায় এক যুগ আগে থেকে নদীটির ভাটি এলাকা তথা চিত্রার সংযোগস্থল থেকে সামান্য উজান বাঁক দিয়ে (২-৩ কিলোমিটার) কিছুটা লোনা পানির প্রবাহ বইতে দেখা যায়। তবে গত বছর থেকে সেই কিছু এলাকায় সীমাবদ্ধ থাকা প্রবাহটি দ্রুতগতিতে ধেয়ে আসতে শুরু করেছে উজান দিকে। মোট ৪৯ কিলোমিটার দৈর্ঘ্য নদীটির প্রায় ২২ কিলোমিটার পর্যন্ত উজান বাঁকে উঠে গেছে এই লোনা পানি। ফলে নদীতে জমে থাকা সব কচুরিপানা মরতে শুরু করেছে। তা দেখে নদীর পাড়ের চাষিরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের ফসলাদি নিয়ে। কারণ এসব এলাকায় বিএ ডিসি প্রদত্ত সেচ পাম্প দারা নদীর পানি দিয়েই মাঠে চাষের কাজ করেন স্থানীয় চাষিরা। তাই এই লোনা পানির প্রভাবে ফসলের কতটা ক্ষতি হবে, এ নিয়েই মূলত চাষিদের আশঙ্কা।