ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে এয়ারপোর্ট ফেরতপ্রবাসীদের টার্গেট করে ডাকাতির ঘটনায় ৩ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। এ ঘটনায় উদ্ধার হয়েছে ভুক্তভোগী প্রবাসীর আইফোনসহ দুইটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন এছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুইটি হেলমেট, একটি চাকু, চাপাতি ও ছোরা উদ্ধার হয়েছে। গতকাল দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ বদিউজ্জামান। আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের দক্ষিণ কাচপুর এলাকার শরীফ সরকার, গজারিয়া উপজেলার এলাকার সাজেদ আলম ও মো. রানা। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর দুইজন ভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে ও সুজন নামে একজন পলাতক রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত বছরের ৮ ডিসম্বরে রাতে কক্সবাজার এলাকার বাসিন্দা দুবাই ফেরতপ্রবাসী মো. ওসমান সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে ডাকাতদের টার্গেটে পড়েন তিনি। রাত ৩টার দিকে গাড়িটি মেঘনা সেতুর উপর আসতেই ৬ ডাকাত দুইটি মোটরসাইকেলে করে ব্যরিকেড দিয়ে গাড়ির গতিরোধ করেন। পরে তারা ওই প্রবাসী, গাড়ির ড্রাইভার, ও সাথে থাকা আরেক স্বজনের মোবাইল ফোন, নগদ অর্থ, বিদেশে থেকে আনা মালামাল ভর্তি লাগেজ, নতুন আইফোন, স্বর্ণের চেইনসহ বিভিন্ন মালামাল লুটে নেন। এ ঘটনায় প্রবাসী মো. ওসমানের দায়েরকৃত মামলা করে। দীর্ঘদিন প্রচেষ্টার মাধ্যমে মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খনের নির্দেশে গত মঙ্গলবার ডাকাত দলের শরীফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুইজনকে গ্রেপ্তারে সক্ষম হয় ডিবি পুলিশ।