সাতক্ষীরায় মাদকবিরোধী কর্মসূচি

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাতক্ষীরা প্রতিনিধি

‘মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধকল্পে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মাদকবিরোধী গণসেচতনতামূলক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষ-শিক্ষার্থীদের অংশগ্রহণে ওই মাদকবিরোধী গণসেচতনতা কর্মসূচিতে নেতৃত্ব দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারী নেত্রী নাসরিন খানম লিপি। এ সময় মাদকবিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে বিদ্যালয়ের শত শত ছাত্রীরা এতে অংশগ্রহণ করে। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফিকার আলী, ফরহাদ হোসেন, নিত্যানন্দ, মো: আলামিন, মোছা: কামরুন নাহার, মোছা: সাবিহা সুলতানা, মোছা: মুসলিমা সুলতানা, মিঠুন সরকার, অরুন কুমার সরকার, মো: ইসমাইল. মনিরা খাতুনসহ বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।