ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অভিমান করে কিশোরের আত্মহত্যা

অভিমান করে কিশোরের আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে ছেলেকে মাথার চুল কাটতে বলায় বাবার উপর অভিমান করে আরিফ হোসেন নামের এক কিশোর গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার বিকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। মৃত আরিফ হোসেন আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামের আকরাম আলীর ছেলে। সে লেখাপড়ার পাশাপাশি নির্মাণ শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, আরিফ হোসেন মাথার চুল বড় রাখায় তার বাবা আকরাম আলী ছেলেকে চুল ছোট করে কাটতে বলেন। এতে আরিফ হোসেন তার বাবার উপর অভিমান করে গত মঙ্গলবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে সান্তাহার সিএনজি স্ট্যান্ডে অসুস্থ হয়ে ছিল। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতলে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেল ৪টার আরিফ হোসেন মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত