সফল খামারি-উদ্যোক্তাদের ক্রেস্ট ও চেক বিতরণ

প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠপ্রাঙ্গণে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র এমবিএসকের আয়োজনে এবং পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ঢাকার অর্থায়নে সমন্বিত কৃষি উন্নয়ন (প্রাণিসম্পদ খাত)-এর আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল খামারি-উদ্যোক্তদের সম্মানা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে এমবিএসকের এইচআর ম্যানেজার ও ফোকাল পার্সন সমন্বিত কৃষি ইউনিটের মো: আব্দুল হাকিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও শ্রেষ্ঠ খামারি-উদ্যোক্তাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও প্রতিজনকে ২ হাজার টাকার চেক প্রদান করেন জেলা ভেটেরিনারী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা। তার বক্তব্যে বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ আমাদের দেশের উন্নয়ন খাত। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। মেধাযুক্ত মানুষ হতে হবে এবং পুষ্টিযুক্ত খামার খেতে হবে। আমাদের সন্তানদের মেধাবান করতে হলে প্রতিদিন দুধ, ডিম খাওয়াতে হবে। যারা আজকে উদ্যোক্তা বা খামারি হিসেবে পুরস্কার পেলেন তাদের দেখে অন্যান্য খামারিরা উৎসাহ পাবে। বেকার না থেকে বা চাকরির পেছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুতে পারলেই আপনাদের পরিশ্রম স্বার্থক হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: শারমীন আক্তার, উপজেলা কৃষি অফিসার মো: মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, এমবিএসকের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: রাশেদ। শুভেচ্ছা বক্তব্য দেন, এমবিএসকের প্রধান হিসাব রক্ষক মো: আমিনুজ্জামান, ব্র্যাঞ্চ ম্যানেজার সদর-১ শাখা মো: আতাউর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেরন এমবিএসকের কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান পিনু। অনুষ্ঠানে সফল খামারি, সফল কৃষক ও সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও ২ হাজার টাকার চেক প্রদান করেন।