মাদক বিক্রির সময় নারী আটক

প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ পৌর এলাকার বীরগঞ্জ-গোলাপগঞ্জ মোড়ে পান দোকানে মাদক বিক্রির সময় এক মহিলাকে আটক তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহীর নেতৃত্বে বীরগঞ্জ থানার তদন্ত ওসি মো: মইনুল ইসলামসহ একটি পুলিশের দল মাদক বিক্রির সময় হাতেনাতে বীরগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুজালপুর গ্রামের মো: রুবেল ইসলামের স্ত্রী শহীদা বেগমকে গ্রেপ্তার করে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফজলে এলাহী মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৯(১)(গ)ধারা মোতাবেক লঙ্ঘন করা দায়ে একই আইনের ধারা ৩৬(১) টেলিকট ক্রমিক ২১ ধারার অপরাধে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মুজিবুর রহমান বলেন, জুয়া ও মাদকের সঙ্গে কোনো আপস নেই।